Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
গেরদা ফলক
Transportation

ফরিদপুর সদর উপজেলা প্রায় ৭কিঃমিঃ দক্ষিণ- পূর্ব দিকে অবস্থিত। ফরিদপুর সদর উপজেলা হতে সকল ধরনের যানবাহনে উক্ত স্থানে যাওয়া যায়। 

Details

ফরিদপুর সদর থানার গেরদা নামক গ্রামে একটি আরবি ভাষায় লেখা পাথরের ফলকটি(১২ ইঞ্চি X ৩৬ ইঞ্চি) ১০১৩ হিজরি বা ১৬০৪ খ্রিস্টাব্দে লেখা। ফলকটি বর্তমানে নতুন নির্মিত মসজিদ (২২ মি X ১১ মি) এর পশ্চিম দেয়ালে লাগানো আছে। কথিত আছে মসজিত শাহ্‌ আলী বাগদাদি নির্মিত মসজিদের ভগ্নাবশেষের উপর নির্মিত। এখনও পুরনো মসজিদটির অখণ্ড পাথরের তৈরি কলাম সহ অনেক নিদর্শন অক্ষত রয়েছে। মসজিটিতে অতি মূল্যবান কিছু নিদর্শন আছে যা বাংলাদেশ তথা পুরো মুসলিম জাহানের জন্য এক অমূল্য সম্পদ। যথা_ শাহ্‌ আলী বাগদাদি ব্যবহৃত একটি কাঠের থালা, একটি তারবান ও একটি জায়নামাজ, মাছের কাঁটা দিয়ে তৈরি তসবি। একটি কুরতা জামা যা শাহ্‌ মাদার(রঃ) ব্যবহার করতেন বলে বিশ্বাস করা হয়, একটি জুব্বা যা হযরত আব্দুল কাদের জিলানি (রঃ) ব্যাবহার করতেন, হযরত আলী (রঃ) এর গোঁফ মোবারক, হযরত হাসান(রঃ) ও হযরত হোসেন (রঃ) এর চুল মুবারক, ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দাড়ি মোবারক।