উপজেলা নির্বাহী অফিসার মাঠ প্রশাসনের তৃণমূল থেকে সরকারের প্রতিনিধিত্ব করেন। উপজেলা নির্বাহী অফিসার সরকারের মাঠ পর্যায়ে প্রশাসনিক এবং উন্নয়নমূলক কর্মকান্ড সরকারী নির্দেশনানুযায়ী বাস্তবায়ন করে থাকে। এ লক্ষ্য অর্জনে উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা/কর্মচারীবৃন্দের সার্বিক সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নাগরিক সেবা প্রদান অব্যাহত রয়েছে। তথ্য প্রযুক্তির এ যুগে দ্রুত সেবা নিস্পত্তির লক্ষ্যে সরকারের ই-সেবা কর্মকান্ডকে সাধুবাদ জানাই। উপজেলা ওয়েব পোর্টাল উপজেলার সকল স্তরের মানুষের যোগযোগের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস এবং এর মাধ্যমে উপজেলা প্রশাসনের সাথে জনগণের সম্পৃক্ততা এবং জবাবদিহিতা বাড়বে। জনসাধারণ এ ওয়েবসাইট থেকে প্রশাসনিক, উন্নয়নমূলক, ভূমি রাজস্ব, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, খনিজ সম্পদ, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি খেলাধূলা ও বিনোদনমূলক যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যের সেবা পেতে পারেন। আমি এ কর্মকান্ডের সার্বিক সাফল্য কামনা করছি।
উপজেলা নির্বাহী অফিসার
ফরিদপুর সদর, ফরিদপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস