রাজধানী ঢাকা থেকে ফরিদপুর জেলায় যাওয়ার জন্য সড়ক পথই সবচেয়ে সুবিধাজনক। ঢাকা হতে সরাসরি ফরিদপুরগামী বাস সার্ভিস চালু আছে। গাবতলী বাস স্ট্যান্ড হতে গোল্ডেন লাইন ও সাউথ লাইনের বাস ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ফরিদপুর জেলা শহরের যেকোন জায়গা হতে রিক্সা কিংবা অটো নিয়ে নতুন বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত ফরিদপুর পৌর শেখ রাসেল শিশুপার্ক যেতে পারবেন।
রাজধানী ঢাকা থেকে ফরিদপুর জেলায় যাওয়ার জন্য সড়ক পথই সবচেয়ে সুবিধাজনক। ঢাকা হতে সরাসরি ফরিদপুরগামী বাস সার্ভিস চালু আছে। গাবতলী বাস স্ট্যান্ড হতে গোল্ডেন লাইন ও সাউথ লাইনের বাস ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ফরিদপুর জেলা শহরের যেকোন জায়গা হতে রিক্সা কিংবা অটো নিয়ে নতুন বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত ফরিদপুর পৌর শেখ রাসেল শিশুপার্ক যেতে পারবেন।
ফরিদপুর জেলা শহরের গোয়ালচামট নামক স্থানে প্রায় ১৪ একর জায়গাজুড়ে ওয়ান্ডারল্যান্ড এবং ফরিদপুর পৌরসভার যৌথ উদ্যোগে ফরিদপুর পৌর শেখ রাসেল শিশুপার্ক (Faridpur Poura Sheikh Rasel Shishu Park) নির্মাণ করা হয়েছে। ২০১৪ সালে নির্মিত পৌর শেখ রাসেল শিশুপার্কটিতে আছে চলন্ত ট্রেন, ভূতুরে গুহা, ওয়ান্ডার হুইল, সুইং কেয়ার, প্যারাট্যুপার, বোট রাইডিং সহ ৩০ টিরও অধিক আকর্ষণীয় রাইড, লেক, মিনি চিড়িয়াখানা, ভিডিও গেমস, ফুড কর্ণার এবং পিকনিক স্পট।
এছাড়া আইফেল টাওয়ার, স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা, ডায়নোসর এবং পান্ডা সহ নান্দ্যনিক বিভিন্ন ভাস্কর্য স্থাপন করা হয়েছে পার্কটিতে। আর মিনি চিড়িয়াখানায় আছে হরিণ, খরঘোস, বানর, ময়ুর সহ দেশি বিদেশি নানা জাতের পশুপাখি। বৈশিষ্ট্যের স্বকীয়তায় ফরিদপুর পৌর শেখ রাসেল শিশুপার্ক বর্তমানে জেলাবাসীর কাছে অন্যতম জনপ্রিয় বিনোদন মাধ্যমে পরিণত হয়েছে।
সপ্তাহের ৭ দিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত পার্কটি সকল বিনোদনপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকে। ফরিদপুর পৌর শেখ রাসেল শিশুপার্কের জনপ্রতি প্রবেশের টিকেট মূল্য ৫০ টাকা হলেও প্রবেশ মূল্যের সাথে মিনি চিড়িয়াখানার টিকেটের মূল্য ২০ টাকা যুক্ত করে প্রবেশ মূল্য ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর পার্কের প্রতিটি রাইডে চড়তে জনপ্রতি ৪০ টাকা খরচ করতে হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS