Title
আজ ১৫ এপ্রিল রাত ০৮:০০ টায় ফরিদপুর পৌরসভার হাড়োকান্দি এলাকায় অগ্নি দুর্ঘটনার স্বীকার এক প্রতিবন্ধী ও তার পরিবারের সদস্যদের মাঝে মানবিক সহায়তা বিতরন করা হয়। উল্লেখ্য, তাদের নতুন ঘর তৈরির জন্য প্রয়োজনীয় টিন ও নগদ অর্থ বরাদ্দের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসক মহোদয়ের হটলাইন মারফত সাহায্য প্রার্থী এক কর্মহীন চা দোকানদারকে তার বাড়ি গিয়ে মানবিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় এবং ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার।