Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শতবর্ষী হিজল গাছ
স্থান

কানাইপুর, ফরিদপুর সদর 

কিভাবে যাওয়া যায়

ঢাকা-বরিশাল মহাসড়কের কানাইপুরের জাহাঙ্গীর টাওয়ারের সামনে দিয়ে দক্ষিণ দিকে কানাইপুর-সালথা সড়কের পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করলেই চোখে পড়বে রামখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের দক্ষিণ দিকে আনুমানিক ৪৮ শতাংশ জমির ওপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই হিজলগাছ।

বিস্তারিত

ফরিদপুর শহর থেকে ১৭ কিলোমিটার দূরে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রামখণ্ড গ্রাম। এখানেই রয়েছে একটি হিজলগাছ। এর বয়স ১০০ বছরের ওপরে। গাছটির প্রকৃত বয়স কত, তা নিশ্চিতভাবে জানা না গেলেও এলাকায় গাছটি ‘শতবর্ষী হিজল’ হিসেবে পরিচিত এবং সমাদৃত। প্রবীণ এই গাছ দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে অগণিত দর্শনার্থী ভিড় করেন।