‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুর সদর উপজেলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৩ জুলাই) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব লিটন ঢালী এর সভাপতিত্বে উক্ত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেলারম্যান জনাব আব্দুর রাজ্জাক মোল্ল্যা। আলোচনা সভা শেষে বিভিন্ন দপ্তরের সেবা গ্রহীতাদের সেবা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস