আজ ২৬ অক্টোবর ফরিদপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। এ সম্মেলনে ফরিদপুর জেলার ৯টি উপজেলার প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা, মানোন্নয়নে করণীয়, সমস্যা ও উত্তরণের উপায় বিষয়ে অংশগ্রহণকারীগণ
মতামত ব্যক্ত করেন। জেলা প্রশাসন, ফরিদপুর ও জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর স্যার ও সভাপতিত্ব করেন জনাব মোঃ মহিউদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ফরিদপুর। এছাড়া, আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অসীম কুমার সাহা, অধ্যক্ষ, সরকারী রাজেন্দ্র কলেজ, শিক্ষাবিদ অধ্যাপক মোঃ শাহজাহান, জনাব অমিত দেব নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জনাব মোঃ ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফরিদপুর সদর, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, জনাব কৃষ্ণা রাণী বসু, সুপারিনটেন্ডেন্ট, পিটিআই, জনাব আসমা আক্তার মুক্তা, নির্বাহী পরিচালক, রাসিন প্রমুখ।