Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করনীয় শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত।
বিস্তারিত

বুধবার সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর সদর উপজেলা মাল্টিপারপাস হল রুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।


ফরিদপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: আশিকুল হকের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন এমদাদ হোসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, প্রধান আলোচক ছিলেন ইমাম প্রশিক্ষন একাডেমির পরিচালক মো : আনিসুজ্জামান শিকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।এসময় জেলা প্রশাসক বলেন, মাদক, বাল্যবিয়ে, জঙ্গি, সন্ত্রাস রোধে সমাজের শান্তি ও সম্প্রতি রক্ষায় প্রতিটি অঞ্চলে ইমামদের ভুমিকা রয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রনসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরশনে সকল ইমামদের কাজ করতে হবে। আমরা আগামীতে ফরিদপুরের ৬০০শত ইমাম ও খতিবদের সংঙ্গে নিয়ে সমাজে অসংগতি,বিশৃঙ্খলা,কুসংস্কার দূর করে একটি আধুনিক স্মার্ট ইসলামিক ফরিদপুর গড়ে তুলবো।তিনি এসময় আরো বলেন, সকল ইমামদের জুম্মার নামাজে খুতবায় সময় পূর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা করার আহবান জানান। নিজের মনগড়া বক্তিতা না দিয়ে , কোরআনের আয়াত ও হাদিসের প্রকৃত ব্যাখ্য দেওয়ার অনুরোধ জানান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপ পরিচালক মো: শাহাবুদ্দীন।এসময় জেলার প্রায় ৬'শ ইমাম ও খতিবদের অংশগ্রহনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
26/07/2023
আর্কাইভ তারিখ
30/11/2023