কানাইপুর উচ্চ বিদ্যালয়টি ফরিদপুর জেলার সদর উপজেলাধীন কানাইপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র বিখ্যাত বাজারের পূর্ব পার্শে এবং সি এন্ড বি রাস্তার উত্তর পার্শে অবস্থিত। বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে বড় একটি খেলার মাঠ আছে। মাঠের দক্ষিণ পার্শ্বে ১৯৫২ সালের ভাষা শহীদের স্মরণে একটি বড় শহীদ মিনার আছে। তার পাশে বিদ্যালয়ের দুইটি মার্কেট আছে। বিদ্যালয়ের দোতলা ভবন সহ চারটি ভবন আছে। ভবন গুলিতে কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার সহ ৩২টি কক্ষ আছে। বিদ্যালয়ের ২৪ জন শিক্ষক/ শিক্ষকা আছে। বিদ্যালয়ে একটি বাগান আছে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৩৭ সালে স্থানীয় শিক্ষানুরাগী এক্স জমিদারদের প্রচেষ্টায়। ০২-০১-১৯৩৭ ইং তারিখে বিদ্দালয়ের জমি দান করেন শ্রী পঞ্চানন রায়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু প্রমোদ চন্দ্র সিকদার। বিদ্যালয়টি জুনিয়র হাই স্কুল হিসাবে স্বীকৃতি লাভ করে ১৯৬২ সালে এবং উচ্চ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায় ১৯৬৬ সালে। বিদ্যালয়টিতে অতীতে জনাব আলহাজ্জ মোঃ আফসার উদ্দিন মোল্লার ৪১ বছর সহ মোট ৫ জন প্রধান শিক্ষক কর্মরত ছিলেন।
১১৮১ জন
কমিটির মোট সদস্য ১২ জন, পুরুস-১০ জন, মহিলা-০২ জন। কমিটির মেয়াদ-০৪-১২-২০১১ ইং হইতে ০৩-১২-২০১৩ইং পর্যন্ত।
বিগত ২ বছরের জে এস সি সমপনী পরীক্ষার পাশের হারঃ | |||||||
বিগত ২ বছরের সমাপনী | সন | ২০১০ | ২০১১ | ২০১২ | ২০১৩ | ২০১৪ | ২০১৫ |
পাশের হার | ৭৯.৫৭% | ৪৬.৬৭% | ৬১% | ||||
পাবলিক পরীক্ষার ফলাফল | সন | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ | ২০১৩ |
পাশের হার | ৮১.৮২% | ৪৫.৩৯% | ৮৮.১১% | ৯১.৪১% | ৬৯.৬১% | ১০০% | |
শিক্ষা বৃত্তির তথ্য | জুনিয়র বৃত্তি | |
সন | বৃত্তি প্রাপ্ত শিক্ষাথীর সংখ্যা | |
২০০৮ | ২ জন | |
২০০৯ | ১ জন | |
২০১০ | ২ জন | |
২০১১ | ||
২০১২ | ||
২০১৩ | ||
২০১৪ |
বিভিন্ন বছরে জে এস সি এবং এস এস সি পরিক্ষায় "A+"
বিদ্যালয়টিতে জে এস সি এবং এস এস সি পরীক্ষায় পাশের হার শতভাগ উন্নীত করা এবং স্কুলটিকে কলেজিয়েট স্কুলে রূপান্তরিত করা।
কানাইপুর উচ্চ বিদ্যালয়
ডাকঘর- কানাইপুর, উপজেলা- ফরিদপুর সদর,
জেলা- ফরিদপুর।
মোবাইল- ০১৭১৬৩০৬৮২৬
Email- kanaipurhighschool@yahoo.com.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস