সভাপতি : খন্দকার মোহ্তেসাম হোসেন,চেয়ারম্যান,উপজেলা পরিষদ,ফরিদপুর সদর,ফরিদপুর।
সভার তারিখ : উপজেলা পরিষদ মিলনায়তন।
সভার তারিখ : ৩০/০৭/ ২০১৭ খ্রি:
সভার সময় : সকাল ১১.০০ ঘটিকা।
উপস্থিত সদস্যবৃন্দ :
ক্র:নং |
জনপ্রতিনিধি সদস্য |
ক্র:নং |
বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তাবৃন্দ |
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
|
জনাব বেনজীর আহমেদ তাবরীজ, ভাইস চেয়ারম্যান, ফরিদপুর সদর। '' ফরিদা ইয়াসমিন,ভাইস চেয়ারম্যান, (মহিলা) ফরিদপুর সদর। ’’ খন্দকার ইফতেখার মোহাম্মদ ইকু,চেয়ারম্যান, কৈজুরী ইউনিয়ন পরিষদ, ফরিদপুর সদর। ’’ মো: জাহিদুর রহমান,চেয়ারম্যান, গেরদা ইউনিয়ন পরিষদ, ফরিদপুর সদর। ’’ মো: সাদেকুজ্জামান,চেয়ারম্যান, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ, ফরিদপুর সদর। ’’ নুরম্নজ্জামান চৌধুরী,চেয়ারম্যান,ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদ, ফরিদপুর সদর। ’’ ফকির মো: বেলায়েত হোসেন,&চেয়ারম্যান, কানাইপুর ইউনিয়ন পরিষদ, ফরিদপুর সদর। ’’ মো: তুহিনুর রহমান,চেয়ারম্যান, চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদ, ফরিদপুর সদর। ’’ আবু সাইদ্চৌধুরী (বারী),চেয়ারম্যান,অম্বিকাপুর, ইউনিয়ন পরিষদ, ফরিদপুর সদর। ’’ মো: ওমর ফারম্নক, চেয়ারম্যান,আলিয়াবাদ, ইউনিয়ন পরিষদ, ফরিদপুর সদর। ’’ মিসেস নার্গিস খন্দকার,চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ, ফরিদপুর সদর। ’’ মো: সিদ্দিকুর রহমান, প্যানেল,কৃষ্ণনগর, ইউনিয়ন পরিষদ, ফরিদপুর সদর। ’’ মো: মোসত্মাকুজ্জামান,চেয়ারম্যান, নর্থচ্যানেল , ইউনিয়ন পরিষদ, ফরিদপুর সদর। |
১।
২।
৩। ৪। ৫। ৬।
৭। ৮। ৯। ১০। ১১। ১২। ১৩। ১৪।
১৫।
|
জনাব প্রভাংশু সোম মহান,উপজেলা নির্বাহী অফিসার, ফরিদপুর সদর। ’’ ডা: মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ফরিদপুর সদর। ’’ মো: আনোয়ার হোসেন,পক্ষ উপজেলা কৃষি কর্মকর্তা, ’’ মুহাঃ নওশের আলী,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ’’ কে.এম. ফারম্নক হোসেন,উপজেলা প্রকৌশলী, ’’ মোহাম্মদ কামরম্নল হাসান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ফরিদপুর সদর। ’’ মতিউর রহমান শেখ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ’’ মুহাম্মদ আবু আহাদ মিয়া,উপজেলা শিক্ষা কর্মকর্তা '' মাহবুবা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা '' মো: আববাস আলী, উপজেলা সমবায় কর্মকর্তা ’’ পরিতোষ বাড়ৈ, উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা '' মোঃ লুৎফর রহমান, উপ সহকারী প্রকৌশলী,জনস্বাস্থ্য ’’ কাজী মোঃ মুসা, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ’’ মো: দেলুয়ার হোসেন,উপজেলা ফরেষ্টার,ফরিদপুর সদর। ’’ আসাদুজ্জামান রম্নমেল,উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটেটর, ফরিদপুর সদর। |
আমন্ত্রিত ব্যক্তিবর্গঃ
|
|||
০১। ০২। ০৩। ০৪। |
জনাব সামচুল আলম চৌধুরী ’’ এ.কে.এম. নাসির উদ্দিন চৌধুরী ’’ এস.এম. ইসহাক ’’ খন্দকার সিরাজুল সালিকিন |
০৫। ০৬। ০৭। ০৮। |
জনাব মো: জাহাঙ্গীর শাহ্ ’’ নুর মোহাম্মদ ’’ মো: শাহজাহান ’’ শাহ. মো: ইশতিয়াক আরিফ |
অনুপস্থিত সদস্যবৃন্দ :
০১। ০২।
|
জনাব জয়গুন বেগম, সদস্য,উপজেলা পরিষদ জনাব নার্গিস সিদ্দিকা, সদস্য,উপজেলা পরিষদ জনাব রম্নবিয়া বেগম,সদস্য, উপজেলা পরিষদ জনাব তৃষ্ণা সাহা,সদস্য, উপজেলা পরিষদ |
০১। ০২। ০৩। ০৪। |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,ফরিদপুর সদর। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
|
সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরম্ন করেন।
১। বিগত ১৯/০৬/২০১৭ তারিখে অনুষ্ঠিত উপজেলা পরিষদের জুন/২০১৭ মাসের সাধারণ সভার কার্যবিবরণী পাঠামেত্ম দৃঢ়ীকরণ করা হয়।
২। বিভিন্ন কমিটির (স্থায়ী) কার্যবিবরণীর উপর আলোচনা ও সিদ্ধামত্ম:
ক্রঃনং |
বিভিন্ন কমিটির সুপারিশ ও প্রসত্মাবিত সিদ্ধামেত্মর বিষয়ে আলোচনা |
গৃহীত সিদ্ধামত্ম |
বাসত্মবায়নে |
২.১ |
উপজেলা পরিষদের বিভিন্ন কমিটির কোন কার্যবিররণী না পাওয়ায আলোচনা করা সম্ভব হলো না। উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদের স্থায়ী কমিটির সভা নিয়মিত পরিচালনা করার জন্য সভায় সংশিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করেন। এ বিষয়ে সভায় আলোচনা করা হয়। |
উপজেলা পরিষদের স্থায়ী কমিটির সভা নীতিমালা মোতাবেক অনুষ্ঠানের সিদ্ধামত্ম গৃহীত হয়। |
সংশিষ্ট সকল |
৩। বিবিধঃ
৩.১ উপজেলা নির্বাহী অফিসার সভায় আরো বলেন যে, ২০১৭-১৮ অর্থ বছরের উপজেলা রাজস্ব উদ্বৃত্ত বাবদ ৩,৩৮,৬৭,৮০৭/-(তিন কোটি আটত্রিশ লক্ষ সাতষষ্ট্রি হাজার আটশত সাত) টাকা উপজেলা উন্নয়ন তহবিলে জমা আছে। উক্ত অর্থ দ্বারা চলতি ২০১৭-১৮ অর্থ বছরের উন্নয়ন কাজে ব্যয় করা যাবে। তিনি উক্ত অর্থ হতে আনুষাংগিক খাতে ১,৬৯,৩৩৯/-(এক লক্ষ উনসত্তর হাজার তিনশত ঊনচলিস্নশ) টাকা থোক বরাদ্দ রেখে অবশিষ্ট ৩,৩৬,৯৮,৪৬৮/-(তিন কোটি ছত্রিশ লক্ষ আটানববই হাজার চারশত আটষট্টি) টাকা নিম্নরূপ বিভাজন সভায় উপস্থাপন করেন। বিভাজন অনুযায়ী প্রকল্প গ্রহন ও বাসত্মবায়নের জন্য সভায় প্রসত্মাব দেন।
ক্রঃনং |
খাতের নাম |
হার |
টাকার পরিমান |
মমত্মব্য |
০১। |
কৃষি ও ক্ষুদ্র সেচঃ ক) কৃষি ও সেচঃ নিবিড় শস্য কর্মসূচী,প্রদর্শনী খামার, বীজ সরবরাহ, পথিপার্শ্বে বৃক্ষরোপণসহ সামাজিক বনায়ন, ফলমুল ও শাক-সবজী চাষ, জলনিষ্কাশন ও সেচ ব্যবস্থা, ছোট ছোট বন্যা নিরোধক বাঁধ এবং ক্ষুদ্র সেচ কাঠামো নির্মাণ। |
১০% |
৩৩৬৯৮৪৭ |
|
খ) মৎস্য ও প্রাণিসম্পদঃ মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন, হাঁস মুরগী ও গবাদি পশুর উন্নয়ন এবং পুকুর খনন ও মজাপুকুর সংস্কার, গ্রামীণ মৎস্য খামার। |
৫% |
১৬৮৪৯২৩ |
|
|
গ) ক্ষুদ্র ও কুটির শিল্পঃ ক্ষুদ্র ও কুটির শিল্প ওয়ার্কশপ কর্মসূচি, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ, আয় বর্ধক কর্মতৎপরতা ইত্যাদি। |
৫% |
১৬৮৪৯২৩ |
|
|
০২। |
বস্ত্তগত অবকাঠামোঃ ক) পরিবহন ও যোগাযোগঃ রাসত্মা নির্মাণ, পলস্নী পূর্ত কর্মসূচি, ছোট ছোট সেতু, কালভার্ট নির্মাণ/ পুনঃ নির্মাণ ও উন্নয়ন |
১৫% |
৫০৫৪৭৭০ |
|
খ) জনস্বাস্থ্যঃ পল্লী জনস্বাস্থ্য, বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা, স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ, আর্সেনিক সমস্যা দূরীকরণ ইত্যাদি। |
১৫% |
৫০৫৪৭৭০ |
|
|
০৩। |
আর্থ সামাজিক অবকাঠামোঃ ক) শিক্ষার উন্নয়নঃ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেণীকক্ষ, খেলার মাঠ, শিক্ষার উপকরণের উন্নয়ন ও সরবরাহ। |
১০% |
৩৩৬৯৮৪৭ |
|
খ) স্বাস্থ্য ও সমাজ কল্যাণঃ স্বাস্থ্যগত পরিচ্ছন্নতা, পরিবার পরিকল্পনা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্ষা, ইপিআই কর্মসূচি, আর্সেনিক আক্রান্তদের চিকিৎসা সেবা। |
১৫% |
৫০৫৪৭৭০ |
|
|
গ) যুব,ক্রীড়া ও সংস্কৃতিঃ যুব কর্মকান্ড,খেলাধুলা, ক্রীড়া, সাংস্কৃতিক তৎপরতা, শিশুদের শারিরীক, মানসিক ও সাংস্কৃতিক উন্নয়ন। |
১০% |
৩৩৬৯৮৪৭ |
|
|
ঘ) মহিলা ও শিশু কল্যাণঃ মহিলা কল্যাণসহ সমাজকল্যাণ কর্মকান্ড। |
১০% |
৩৩৬৯৮৪৭ |
|
|
খ) বিবিধঃ জম্ম মৃত্যুর রেজিস্ট্রিকরণ সংক্রামত্ম কার্য, দুর্যোগ পরবর্তী ত্রাণকার্য(প্রযোজনবোধে উপজেলা জরীপ ও উন্নয়ন মুলক কাযই তদারকি ব্যয় হিসাবে ১% অর্থ এ খাত হতে ব্যবহার করা যাবে)। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা দূরীকরণ ও স্কাউটিং/গার্লস গাইড (অনধিক ১%) |
৫% |
১৬৮৪৯২৪ |
|
|
|
সর্বমোটঃ |
১০০% |
৩৩৬৯৮৪৬৮ |
|
সিদ্ধামত্মঃ ২০১৭-২০১৮ অর্থ বছরে উপজেলা উন্নয়ন তহবিলের উলেস্নখিত বিভাজন সভায় অনুমোদন করা হয় এবং প্রকল্প দাখিলের জন্য সংশিস্নষ্ট সকলকে অনুরোধ জানিয়ে সিদ্ধামত্ম গৃহীত হয়।
বাসত্মবায়নেঃ সংশিস্নষ্ট সকল ।
সম্মানিত চেয়ারম্যানবৃন্দ গণমানুষের নেতা ও কণ্ঠস্বর, গোটা ফরিদপুরবাসীর অত্যমত্ম আস্থাভাজন কাছের মানুষ, অতি প্রিয়জন। তিনি বলেন এ বছর প্রচুর বৃষ্টি হওয়ায় বিভিন্ন গ্রাম গঞ্জের বিভিন্ন রাসত্মা ঘাট নষ্ট হয়ে গেছে,পুকুর তলিয়ে মাছ ভেসে গেছে,কৃষি জমির ফসল তলিয়ে নষ্ট হয়েছে। এছাড়া, নলকুপ, স্যানিটারী ল্যাট্টিন, ব্রীজ কালভার্ট ইত্যাদি নষ্ট হয়ে গেছে মর্মে নানা মহল ও ইউনিয়ন পরিষদ হতে অভিযোগ আসছে। সাধারণ জনগণের চলাফেলা করা কষ্ট হচ্ছে। জনস্বার্থে নিমণবর্ণিত নষ্ট হওয়া রাসত্মাসমূহ জরম্নরী ভিত্তিতে মেরামত করার জন্য তিনি সভায় পরামর্শ দেন।
১। গ্রামের ব্রীজগুলোর গোড়ায় মাটি দিয়ে ব্রীজ শক্ত অবস্থায় নেওয়া।
২। ফ্লাট সোলিং রাসত্মাগুলোতে সংস্কার।
৩। LGED গ্রামীণ সড়কে কালভার্ট নির্মাণ ও সংস্কার ।
৪। চিকিৎসা ব্যবস্থা দ্রম্নতকরণ বিষয়ে এবং তাৎক্ষণিকভাবে Reffer করার প্রবণতা কমানো প্রসঙ্গে।
৫। বাজার, মাঠ, ব্রীজ (প্রয়োজনে) ও কিছু স্কুল ও কলেজের বিষয়ে জলাবদ্ধতা নিরসনে ড্রেমেজ প্রকল্প।
৬। লেবুর গ্রাম বাসত্মবায়ন করা।
চেয়ারম্যান, উপজেলা পরিষদ সভায় আরো বলেন যে, LGSP’র টাকা থেকে ইউপি চেয়ারম্যান সাহেবেগণ কিছু জরম্নরী ড্রেনের কাজ করতে পারেন। এছাড়া, উপজেলা প্রকৌশলীর কার্যালয় হতে বেশ কিছু মেরামত কাজ করা হয়ে থাকে। কি কি কাজ করা হয় তা উপজেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদকে অবহিত করা হয় না। মেরামত কাজের তালিকা উপজেলা পরিষদসহ ইউনিয়ন পরিষদকে অবহিত করার জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করেন। এ বিষয়ে সভায় বিসত্মারিত আলোচনা করা হয়।
সিদ্ধামত্ম : বিসত্মারিত আলোচনামেত্ম নিমেণবর্ণিত সি্দ্ধামত্ম গৃহীত হয়।
মাধ্যমে ২০১৭-২০১৮ অর্থ বছরের উপজেলা উন্নয়ন তহবিলের খাত হতে জরম্নরী ভিত্তিতে বাসত্মবায়নের সিদ্ধামত্ম গৃহীত হয়।
হয়েছে। মিলনায়তন কক্ষটি ব্যবহারের নিমিত্তে ভাড়া নির্ধারণ করার জন্য সভায় প্রসত্মাব দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আগামী ৫ই আগস্ট রোজ শনিবার ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন প্রোগ্রাম সফল করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে সভায় বিসত্মারিত আলোচনা করা হয়।
সিদ্ধামত্ম : বিসত্মারিত আলোচনামেত্ম (১) ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তন NGOদের জন্য প্রতিদিন
২০০০/-(দুই হাজার) টাকা এবং উপজেলার অভ্যমত্মরীণ অফিসের/সরকারি অফিসের জন্য - ৫০০/- টাকা (বরাদ্দ সাপেক্ষে) ভাড়া আদায়ের সিদ্ধামত্ম গৃহীত হয়।
(২) আগামী ৫ই আগস্ট রোজ শনিবার ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন প্রোগ্রাম সফল করার জন্য সংশিস্নষ্ট সকলকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানিয়ে সিদ্ধামত্ম গৃহীত হয়।
৩.৪ উপজেলা নির্বাহী অফিসার সভায় বলেন যে, উপজেলা পরিষদ সামপান ভবনের(উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন) ছাদ দিয়ে পানি পড়ায় ভবনে বসবাস করতে খৃবই অসুবিধা হচ্ছে। একটু বৃষ্টি হলেই পানি পড়ে। জরম্নরী ভিত্তিতে এ সমস্যা সমাধান করা প্রয়োজন। এ বিষয়ে সভায় আলোচনা করা হয়।
সিদ্ধামত্ম : উপজেলা পরিষদ সামপান ভবনের(উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন) ছাদ উন্নয়ন কাজ নিমণবর্ণিত কমিটি সরেজমিনে পরিদর্শন করে সরাসরি ক্রয় পদ্ধতিতে উপজেলা রাজস্ব তহবিল হতে বাসত্মবায়নের সিদ্ধামত্ম গৃহীত হয়।
৩.৫ উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর সদর উপজেলা পরিষদের (১) সভাকক্ষর পানির লাইন মেরামত ও ট্যাংকি ক্রয়, বাথরুমের লো ডাউন ক্রয়, রাখালী ভবনের ২য় তলার পশ্চিম পাশের বাসায় সেনিটারী মালামাল ক্রয় ও পানির ট্যাংকি পরিষ্কার কাজের সর্বমোট ২৪,৯৭৫/- টাকা ,(২) হলরম্নমের ২টি ফ্যানের কয়েল পরিবর্তন, মটরের সু্ইচ পরিবর্তন, সাম্পান ভবনের বাহিরের ৪টি সিকুইরিটি বাল্বের সেট নতুন করে সংযোগ ইউ.এন.ও অফিসের এনার্জি ও ১০০w বাল্ব ক্রয় ও তার ক্রয় বাবদ ১২৭৭০/- টাকা এবং (৩) উপজেলা পরিষদের গোধুলী ও বাসমতি ভবনের ড্রেন সংস্কার ও মেরামত করেন ১১,৭৩০/- টাকার ভাউচারাদি সভায় উপস্থাপন করেন। তিনি বলেন যে উক্ত কাজ তাৎক্ষণিকভাবে সমাপ্ত করা হয়েছে। বিল ভাউচার অনুমোদিত হলে বিলের অর্থ উপজেলা পরিষদ রাজস্ব তহবিল হতে প্রদান করার জন্য সভায় প্রসত্মাব দেন। এবিষয়ে সভায় বিসত্মারিত আলোচনা করা হয়।
সিদ্ধামত্ম :- উলেস্নখিত বিল ভাউচার/মাস্টার রোল সভায় অনুমোদন করা হয় এবং বিল উপজেলা পরিষদ রাজস্ব
তহবিল হতে পরিশোধের সিন্ধামত্ম গৃহীত হয়।
৩.৬ উপজেলা নির্বাহী অফিসার সভায় আরো বলেন যে, গত সভায় সিদ্ধামত্ম মোতাবেক গঠিত কমিটি উপজেলা পরিষদ ও প্রশাসন শিরোনামে নিমেণবর্ণিত সিরামিক সর্বনিমণ দরদাতা প্রতিষ্ঠানের নিকট হতে সরবরাহ করা হয়েছে (ভাউচার সভায় উপস্থাপন করা হয়)।
SI. No |
Name of items |
Shape |
Qty in set |
Unit price |
Total Price |
০1 |
27cm Dinner Plate |
K-10 |
50 |
465.00 |
23,250.00 |
02 |
21cm Dessert Plate |
K-10 |
80 |
265.00 |
21,200.00 |
03 |
25cm Salad Bowl |
K-10 |
7 |
620.00 |
4,340.00 |
04 |
15cm Cereal Bowl |
K-10 |
30 |
185.00 |
5,550.00 |
05 |
31cm Charger Plate |
K-10 |
4 |
700.00 |
2,800.00 |
06 |
36cm Rect. Platter |
K-10 |
4 |
1,095.00 |
4,380.00 |
07 |
Souptureen |
K-10 |
5 |
1680.00 |
8,400.00 |
08 |
Tea Cup & Saucer (1+1) |
K-10 |
80 |
350.00 |
28,000.00 |
09 |
Sugar Pot |
K-10 |
2 |
485.00 |
970.00 |
|
Total- |
98,890/- |
|||
|
Logo Charge- |
6,840/- |
|||
|
|
1,05,730/- |
|||
|
15% Vat- |
14,833/- |
|||
|
|
1,20,564/- |
In word : One lac twenty thousand five hundred sixty four only
উক্ত বিল কমিটির সভাপতি জনাব মো: মোসত্মাকুজ্জামান মোসত্মাক, চেয়ারম্যান,নর্থচ্যানেল ইউনিয়ন এর নিজস্ব অর্থ হতে পরিশোধ করেছেন মর্মে আবেদন পত্রে উলেস্নখ করা হয়েছে। চেয়ারম্যান, কানাইপুর ইউপি বলেন যে, এ ক্রোকারিজ মালামাল ক্রয়ে পরিষদে আপ্যায়ন ব্যবস্থা উন্নত হয়েছে। তিনি চেয়ারম্যান উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ বিষয়ে সভায় বিসত্মারিত আলোচনা করা হয়।
সিদ্ধান্ত: উলেস্নখিত বিল উপজেলা রাজস্ব খাত হতে চেয়ারম্যান,নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদ এর অনুকুলে পরিশোধের সিদ্ধামত্ম গৃহীত হয়।
বাসত্মবায়নে : উপজেলা নির্বাহী অফিসার,ফরিদপুর সদর ।
সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
-ঃস্বাক্ষরিতঃ-
(খন্দকার মোহ্তেসাম হোসেন)
চেয়ারম্যান
উপজেলা পরিষদ,ফরিদপুর সদর।
স্মারক নং ০৫.১২.২৯৪৭.০০০.০৬.০০১.২০১৬.১৭/ (৫০) তারিখ: ৩০/০৭/২০১৭খ্রি:
অনুলিপি সদয় অবগতি/কার্যার্থে প্রেরণ করা হলো:
১। সচিব,স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার,পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা।
২। জেলা প্রশাসক, ফরিদপুর।
৩। উপপরিচালক,স্থানীয় সরকার,জেলা প্রশাসকের কার্যালয়,ফরিদপুর।
৪। একামত্ম সচিব,স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার,পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা। ইহা মাননীয় মন্ত্রি মহোদয়ের সদয় অবহিত করার জন্য প্রেরণ করা হলো।
৫। চেয়ারম্যান, উপজেলা পরিষদ,ফরিদপুর সদর।
৬। ভাইস চেয়ারম্যান(পুরম্নষ/মহিলা) , উপজেলা পরিষদ,ফরিদপুর সদর।
অনুলিপি সদয় কার্যার্থে :
৭। উপজেলা .......................................... কর্মকর্তা,ফরিদপুর সদর।
৮। চেয়ারম্যান, ...........................................(সকল) ,ফরিদপুর সদর।
৯। জনাব ........................................................... ................................................................
....................................................................................................................................
১০। অফিস নথি।
-ঃস্বাক্ষরিতঃ-
(প্রভাংশু সোম মহান)
পরিচিতি নং ১৬৬২৮
উপজেলা নির্বাহী অফিসার
ফরিদপুর সদর, ফরিদপুর
মোবাইল ০১৭০১৬৭০০২৪।
E-mail: unofaridpur@mopa.gov.bd
ছবি
সংযুক্তি